বিরহ বিলাপ



কেন আমি আজ দিধান্বিত হই

কেন দু’চোখে ঝরে অশ্রু
বিবেকের কাঠগড়ায় কেন দাঁড়িয়ে আমি
আজ কেন ফেরারী হয়ে রই।
সূখগুলো কেন দূরে ঠেলে দিয়ে
দুঃখগুলো নিই বুকে টেনে
পাগল বেশে কেন ঘুরি পথে পথে
শরাব পিয়ে কেন রই পথে পড়ে,
কেন দিনরাত এখন বুঝি না আমি
কেন দু’চোখে আসে না ঘুম
সুখ স্মৃতিগুলো কেন দোলা দিয়ে যায়
বার বার এই মনে।
যেদিন তুমি চলে গেছ দূরে
আমায় শূন্য করে
সেদিন থেকেই হয়েছে শুরু
জানি না কখন যাব মরে।
জানি আছো তুমি মহা সুখে
আরো সুখী তুমি হও
দুঃখ-ক্লেশ এসব যেন
তোমায় ছুঁতে না পারে।
জাগতিক সব দুঃখ-কষ্ট
টেনে নেব এই বুকে
তবু তুমি যেন থাক সুখে।

0 মন্তব্যসমূহ