এখন আর তোমায় নিয়ে ভাবি না

এখন আর তোমায় নিয়ে ভাবি না আগের মতো
বুকে যখন বইছে মরুভূমির লু হাওয়া
আষাঢ়ের বৃষ্টিস্নাত কদমফুলের অনুভূতির বদলে
অনুভব করি এখন চৈত্রের খরতাপ,
তাই ভাবনাগুলো আর আগের মতো গোছালো নেই
সব হয়ে গেছে এলোমেলো।
এখন তোমায় নিয়ে স্বপ্নে বাধিঁ না সুখের ঘর
স্বপ্নগুলো যখন উড়ে গেছে কাল বৈশাখী ঝড়ের তান্ডবে
লন্ডভন্ড করে দিয়ে গেছে হৃদয়,
আমার প্রতিটা মূহুর্ত এখন আর কাটে না তোমার প্রতিক্ষায়
সময়গুলো এখন আমার অশ্বারোহী বাহিনীর মতো দৌড়ায়।
লালগোলাপ হাতে এখন আগের মতো দাড়িঁয়ে থাকি না রাস্তায়
আগের মতো এখন আর রোদ সইতে পারি না তাই।
এখন আর চাইনিজে যেতে চায় না মন
বুঝেছি যখন, বাস্তবতা!
সে তো বড়ই নিষ্ঠুরতম একটি ক্ষণ।

0 মন্তব্যসমূহ