আগমন

বিগলিত হৃদয় আজ উথলিয়া ওঠে
প্রিয়া আমার আসবেরে ঘবে
প্রকৃতি তাই আজ নতুন রূপে সাজে,
গাছে গাছে তাই ফুটিতেছে ফুল
পাখিরা গাইছে গান
মনটা আজ তারি লাগিয়া করিতেছে আনচান।
কখন আসিবে, কখন দেখিব
নয়ন জুড়িয়া, বুকটা ভরিয়া
এই হৃদয় শীতল করে
কতো দিন তারে দেখিনি ওরে
বুঝাই কেমন করে।
তার তরে কতো কাব্য রচেছি
গেয়েছি কতো না গান
নির্ঘুম কতো কাটিয়েছি রাত,
মনের গহীনে শত স্বপ্ন বুনেছি
সয়েছি শত অপমান
আজ দেখা পেলে তার
হবে সবকিছুর অবসান।
আকাশকে বলেছি বলেছি ওরে আকাশ
তুই কাঁদিস না অঝোর নয়নে
বাতাসরে বলেছি ওরে বাতাস
তুই বহিস আজ মৃদুমন্দ সুরে
প্রিয়া আমার আজ আসবে যে ঘরে।

0 মন্তব্যসমূহ