দুঃখী

জীর্ণ-শীর্ণ শরীরটা আমার
শত ছিন্ন বস্ত্র পরনে
এখনই বুঝি লুটিয়া পড়িব
ক্ষুধার তাড়নায় ওরে।
দুদিন ধরে পেটে পড়ে না ভাত
পানি খেয়ে তার মিটিয়েছে সাধ
বেঁধেছি পেটেতে পাথর
আর যে চলিতে পারিনা পথে।
দুহাত পেতে চেয়েছি করুনা
এক মুঠো ভাত দাওনা ভাই
দাও না দুইটি টাকা
দাও নি ভিক্ষা, করুনা করো নি
তাড়িয়ে দিয়েছ, উপহাস করেছ
এই দুঃখীর জীবন লয়ে।
বুঝিবে কেমনে দুঃখীর কষ্ট
ঐ অট্টালিকায় থেকে
না খেয়ে থাকার জ্বালা সে বোঝে
পথ হারা মুসাফির যে।
তপ্ত তাপ কারে বলে তুমি তো জান না
এসি রুমে থাক বসে
শীত কারে বলে তুমি জান না
এই দুঃখী জানে ভাল করে।
দুঃখীর দুঃখ দুঃখীই শুধু বোঝে
আর কেউ না বোঝে ধরাধামে।

0 মন্তব্যসমূহ