কিছু প্রলাপ

শান্তির মা নাকি মারা গেছে আজ
ওরা বলে, তাই আজ এত হানাহানি,
খুন, রাহাজানী, ছিনতাই, ধর্ষন
মানুষের মাঝে আজ ভালবাসার বড়ই অভাব
তাদের মাঝে নাই কোন মায়া-মমতা
ভালবাসা, স্নেহ, আদর, সম্মান।
আমি হাসি আর বলি
ওরা তো আশাহতের দলে
ওদের কাছে শুধু নাই, নাই আর নাই।
কে বলছে ভালবাসা নাই
মানুষের মাঝে স্নেহ, মমতা নাই
তবে যাও সাভার যাও, দেখে আসো
মানুষ মানুষের তরে কিভাবে জীবনবাজি রাখে।
শান্তির মা নাকি মারা গেছে আজ
ওরা বলে, তাই বিশ্বাসের এখন বড়ই অভাব
অবিশ্বাসের দানাগুলো তাই এখন
মহীরুহের মত বেড়ে উঠছে সমাজে
সত্যের বদলে আজ মিথ্যার জয়ধ্বনি
হাঙ্গরের মত হা এগিয়ে আসে মিথ্যারূপি দানব
সত্যগুলোকে খুবলে-খাবলে খাবে বলে।
আমি হাসি ওদের কান্ড দেখে
ওরা জানে না সত্যের ক্ষয় নাই,
ভয় নাই, মৃত্যু নাই
সত্য! সে তো চির ভাস্বর, চির অম্লান।

0 মন্তব্যসমূহ