জং ধরেছে অনুভূতিতে

অনুভূতিগুলোয় এখন জং ধরেছে
জং ধরেছে মানুষের বিবেকে
তাই কষ্টগুলোকে এখন আর কষ্ট মনে হয়না
শ্রমের ঘামের আজ কোন মূল্য নেই এখানে
টাকা দিয়ে কিনতে পাওয়া যায় মানুষের জীবন।
দু’মুঠো ভাত খাবে বলে একটি টাকার জন্য
যে মানুষটি হাত বাড়ায়
আমরা তাকে শূন্য হাতে ফিরিয়ে দেই।
জীর্ণ-শীর্ণ শরীরটা ঢাকবে বলে
যে মেয়েটি একটি বস্ত্র চায়
আমরা তাকে বস্ত্র দেই না বরং
আড়চোখে তার শরীরের দিকে চাই।
স্প্রেকটার্মে মরে, তাজরীনে মরে
রানা প্লাজায় মরে শত মানুষ
তারপরেও মোদের জাগে না বিবেক
জাগে না ওদের তরে কোন মানবতা।
উপরতলার মানুষগুলো শুধু টকশো করে
কথায় কথায় রাজা-উজির মারে
বন্ধ হয় না মানুষ হত্যার খেলা,
মানুষের বিবেকে আজ জং ধরেছে
অর্থের জন্য তারা অনর্থক মানুষ মারে।

0 মন্তব্যসমূহ