মানবতার গান গাও

দাও ফেলে দাও
তোমার সেই পুরনো কলের গান
যা চল্লিশটি বছর ধরে
বেসুরো গলায় ভ্যাঁ ভ্যাঁ করে গাইছে।
কি পেয়েছো তুমি এই কলের গানে
পেয়েছো শুধু হানাহানি, লাশের মিছিল
আশাহত মানুষের আর্তচিৎকার আর
শিখেছো শুধু হিংসা-বিদ্বেষ।
কী দীক্ষা দিয়েছে তোমায় এটা
কোন নীতি-নৈতিকতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ
মানুষের প্রতি মানুষের ভালবাসা
আদর-স্নেহ, মায়া-মমতা
কিছুই পাওনি তুমি; বরং
পেয়েছো শুধু শঠতা, প্রবঞ্চনা আর
নির্লজ্জ মিথ্যার ফুলঝুরি।
ভাগাড়ে ফেলে দাও তোমার এই কলের গান
যেটা গান গায় না মানবতার
শোনায় না ধর্ষিতার নিঃশব্দ রোদন
চাপা পড়া আর্তনাদ।
ফেলে দাও সেটা ঐ নীল সমুদ্রে
দেশের যতো জঞ্জাল নিয়ে যাক সাথে করে
তার চেয়ে বরং গান শোন ডিজিটাল বাংলার
গান গাও আজ মানবতার।

0 মন্তব্যসমূহ