অভিনয়

প্রিয়জনের মৃত্যু নাকি মানুষকে ভীত করে
ভাবায়, একা করে দেয়
আমি বলি না
মৃত্যু মানুষকে নতুন করে বাঁচতে শেখায়
নব সংগ্রামে, নব উদ্দ্যোমে পথ চলতে সহায়তা করে।
বিরহ বিচ্ছেদে নাকি অনেকেই হতাশায় ডুবে যায়
আমি বলি বোকার দল
তারা বসে থাকে যে তপস্যায়
নতুন প্রেমের চিন্তায় তারা হাবুডুবু খায়।
বিত্তশালীরা সমাজে নাকি সূখী হয়
সহায়তার ডালা নিয়ে তারা হাজির হয় দুঃখীর দুয়ারে
আমি বলি এটা ওদের ভন্ডামী
ওরা আসলেই সুখী নয়
দুঃখীর সাহায্যের আজ যে তাদের বড়ই প্রয়োজন
সুখে থাকার তারা শুধু করে যে অভিনয়।
মানুষ মারা গেলে ওরা নাকি শোকবার্তা পাঠায়, মাতম করে
এটা দেখে এতো কষ্টেও হাসি,
মৃত্যুর বদলা কি শুধু শোকবার্তা দিয়েই শেষ
নাকি আরও কিছু বাকি থেকে যায়
গোড়ায় গলদটা দেখেও তারা না দেখার ভান করে
নটরাজের মতো তারা নিত্য অভিনয় করে

0 মন্তব্যসমূহ