পথের ঠিকানা চাই


ইদানিং আর ভালো লাগে না কিছুই
তুমি পাশে নেই বলে
ডায়েরিটাও আর লেখা হয়ে ওঠে না নিয়মিত
কোন ঘটনা এখন আর জীবনে ঘটে না বলে।
আগের মতো এখন আর স্বপ্ন সাজাই না থরে থরে
কারণ, স্বপ্নগুলো সে তো কবেই মরে গেছে
নদীর তীরের সেই মৃদুমন্দ বাতাস
শুভ্র সাদা বিকেলের রোদ
এখন আর গায়ে লাগিয়ে বেড়াই না
শুধু তুমি পাশে নেই বলে।
পূণির্মার রাতে বারান্দায় দাড়িয়ে নির্ঘুম থেকে
এখন আর চাঁদের আলোয় গোসল করি না
ফিসফাস করে শীতের রাতে কাঁথা মুড়িয়ে
এখন আর কোন কথা বলি না
তোমায় নিয়ে আর আগের মতো
কথার ফূলঝুড়ি ছড়াই না বন্ধুদের মাঝে
আমার জবান সে তো কবেই বন্ধ হয়ে গেছে।
আমি এখন আর কোন আলো দেখি না
তাই এখন অন্ধকারে রই, বেড়ে উঠি, খাই, ঘুমাই
আমার চারপাশে শুধু্ই অন্ধকার
গভীর এক অন্ধকারে নিমজ্জিত আমি।

0 মন্তব্যসমূহ