হাঁটাহাঁটির কবিতা

চিন্তার আকাশ মাথায় নিয়ে রাজপথ ছুঁয়ে মাঝে মাঝে হেঁটে যাই
অভিমানী পদচিহ্ন রেখে যেতে চাই নাগরিক কোলাহলের ভীড়ে।
বিস্মৃতির অতলে হারিয়ে যাওয়া কিছু পুরনো ঠিকানা
স্মৃতির পাতা উল্টিয়ে নতুন করে খুঁজি
যদি সহসাই দেখা মেলে সুখের প্রচ্ছদ।
অস্তায়মান সূর্যের নিরুত্তাপে উষ্ণতায় আবারও ভিজবো বলে
আবেগী হৃদয় নিয়ে নিঝুম চোখে চেয়ে থাকি।
প্রাগৈতিহাসিক উদাসী চাঁদ দূর্বোধ্য সভ্যতার সূচনা করে তোমাদের নগরে
বিপন্ন ভরসায় নগ্ন পায়ে কিছু মানুষ আজও শিরদাঁড়া উঁচু করে হাঁটে।

0 মন্তব্যসমূহ