বঞ্চিত রাতের স্বপ্ন

শীতের তারাগুলো একে একে খসে পড়ছে লেপের ভিতর
উষ্ণতার আবীর নয় খসে পড়া দুঃখরা মিছিল করবে বলে
দখলে নিয়েছে হৃদয়ের রাজপথ
জলপাই রঙের কষ্ট আর নির্ঘুম যন্ত্রণা বাড়িয়ে দিচ্ছে উপোসী রাতের হাহাকার।
কুঁড়েঘরের ভাসমান কীটের দৃষ্টি জুড়ে খেলা করে পূর্নিমার চাঁদ
বারবনিতার কুঞ্জ ছায়ায় বসে তৃষ্ণা নিবারণ করে পিয়াসী আত্মা
বস্তীর কোলাহলে হতভাগা সন্তান ঘুম ভেঙ্গে জেগে ওঠে বুকের দুধের আশায়।
ইট-পাথরের শহরে মাটির সোঁদা গন্ধ থেকে বঞ্চিত জল
শ্যাওলা ভরা পুকুরে ডুবতে বসেছে খেটে খাওয়া মানুষের স্বপ্ন
জনতার মিছিলে মিশে যাচ্ছে বঞ্চিত রাতের সঞ্চিত কষ্ট।

0 মন্তব্যসমূহ