ঘুমিয়ে গেছে নগর পিতা

নাগরিক সেবা দিতে গিয়ে দায়িত্ব ভুলে ঘুমিয়ে গেছে অষ্টাদশী চাঁদ
আমি তো বড়ই জীবনবাদী মানুষ খিড়কী না দিয়েই বসে আছি
ঝরে পড়া তারা দেখার অপেক্ষায়।
ইচ্ছের পোশাক খুলে নগ্ন সভ্যতা ঢুকে যাচ্ছে আঁধারের গুহায়
নটরাজের দল জীবনের সংলাপ ভুলে দেবদাসপাবর্তী সাজে।
আমরা তো সবাই কুশীলব পৃথিবীর কুরুক্ষেত্রে
পৌরানিক ইতিহাস, মদ, জুয়া, ভন্ডামীর মত যত নষ্টামী
লাটিমের মত ঘুরেফিরে আসছে আমাদের পিছে।
ওহে নগর পিতা, সভ্যতা ধ্বংস হওয়ার আগেই ওঠো জেগে।

0 মন্তব্যসমূহ