অপেক্ষায় আছে আমার কবিতারা

কবিতার শরীর জুড়ে ভীড় করছে কামুক শব্দরা
মুগ্ধ মায়ায় পড়ে কবিতারা অন্তর্বাসের হুক খুলে
শুয়ে আছে কিংবদন্তী হওয়ার নেশায়
ওদিকে বুকের মধ্যে রক্ত দিয়ে ভালোবাসার বৃত্ত তৈরি করতে
ব্যস্ত হয়ে পড়েছে বিজ্ঞাপনী ভোর।
কামুক সম্মতি দিয়েই শৃঙ্গারের সংজ্ঞা ভুলে গেছে নিমগ্ন রাত
শব্দের অথৈ প্রেমের প্লাবনে পড়ে হুশহুশ আওয়াজ তুলে
মৈত্রী বন্ধনে আবদ্ধ হতে এগিয়ে আসছে আঁধারের কবিতা।
সলজ্জ সাধ আকাশে উড়িয়ে যৌবনের পসরা নিয়ে
প্রমোদ-বালা সেজে বসে আছে আমার কবিতা।
আছেন কোন কবি কিংবা পাঠক?
সঙ্গমে মাতবে বলে অপেক্ষায় আছে আমার কবিতা।

0 মন্তব্যসমূহ