আমাদের ভবিষ্যৎ


বিপন্ন সময়ে নষ্ট শহরে বসেছে পূজারীর মেলা
ভুল মন্ত্র জপে জপে বাড়িয়েছে ভবিষ্যতের দেনা
যাযারব জীবনে ঋতুর মত কত সহজে পরিবর্তিত হয় মানুষের মন
এখন হাত বাড়ালেই মেলে প্রতারণার ভালোবাসা।
জ্যামিতিক বৃত্তে বন্দি হয়ে গেছে মানুষের জীবন
সহজেই যায় না গলে অবিশ্বাসের বরফ
যদিও শীতের উষ্ণতায় গলে যায় মানবীয় গুণ।
নরকের অভিশাপে বিপর্যস্ত হয়ে গেছে যুবতীর মন
সঞ্জীবনী শক্তি নিয়ে মরা স্তন চুষে চুষে বড় হতে থাকে আমাদের ভবিষ্যৎ।

0 মন্তব্যসমূহ