মিলনের শুভক্ষণ

শব্দের হাত ধরে এবার কবিতার চাষাবাদ করি
গত চৈত্রের মরা খরায় রোগে-শোকে মুহ্যমান শব্দরা
অকালেই মেরে ফেলেছে পোয়াতি কবিতাকে
আদিম অন্ধকারে পড়ে হারিয়ে ফেলেছে জীবনের খেই।
উপহাসে বেঁচে থাকা শব্দরা এবার আষাঢের বর্ষায়
হয়ে উঠেছে পরিপূর্ন যৌনবতী হুর
যাযাবর জীবনে ফিরে এসেছে তার ছন্দের ঢেউ।
নৈঃশব্দের প্রহর ছেড়ে টুইটম্বুর সুখের সময়ে

0 মন্তব্যসমূহ