জলপাই রঙ ভালোবাসা

পৌষের রাত্রির অন্তর্বাস খুলে জটিল জ্যামিতিক হিসাব কষতে ব্যস্ত হয়ে পড়েছে যৌবন
ভুলে গেছে কুয়াশার সংকেত, নারীর পেলব শরীর।
আত্মার সম্ভ্রম হরণ করতে ছক করছে আঁধারের রাত
স্বপক্ষত্যাগী মন সংগোপনে রচনা করে না পাওয়ার ইতিহাস।
বহতা নদী মত বয়ে যায় মানুষের স্বপ্ন
অবহেলায় পড়ে থাকে তোমার জলপাই রঙ ভালোবাসা ।

0 মন্তব্যসমূহ