ঠিকানা বিহীন যাযাবর

এ নষ্ট হৃদয় এখন শুকিয়ে কাঠ হয়ে গেছে
এখান থেকে ঝরে না আর ভালোবাসার বৃষ্টি
ঝরে পড়ে অনবরত যন্ত্রণা নামক লিকুইড কষ্ট
হিলিয়াম গ্যাসের মত হালকা হয়ে
চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ে বেদনার কষ।
চৈত্রের খড় তাপের মত একবুক ঝাঁঝালো কষ্ট বুকে ধারণ করে
এখন আমার বেঁচে থাকা
তোমার মিথ্যে সুখে গড়া ভালোবাসার প্রাসাদে আজ পঁচন ধরেছে
তোমার দেয়া বিখ্যাত আঘাতের ক্ষত নিয়ে
ক্ষয়ে ক্ষয়ে নিঃশেষ হচ্ছি আমি।
বালু দিয়ে গড়া খেলাঘর ভেঙ্গে চলে গেছ তুমি
হতাশার ক্যানভাসে ডুবে থাকা
আমি যেন আজ এক মিশরীয় মমি;
হাজার বছর বেঁচে থাকলেও বুক পাঁজরের
কষ্টের রেখাগুলো দেখা যাবে স্পষ্ট।
তুমি ঠিকানা বিহীন এক যাযাবর করে গেছ আমায়
কষ্ট আর যন্ত্রণাই এখন আমার এক অজানা বসতি,
বুকের ভিতরে হাতুড়ির আওয়াজ ওঠে আজ
চিৎকার করে যেন বলি
তুমি মিথ্যুক, ছলনাময়ী নারী।

0 মন্তব্যসমূহ