সময় বড়ই বেরহম হয়

ইদানিং
মানুষের মতো সময়গুলোও বড়ই বেরহম হয়
অসময়ে তারা ঢুকে পড়ে মনের অলিন্দে
চৈত্র মাসের তপ্ত হৃদয়ে তারা ঝরায় আষাঢ়ের বৃষ্টি
ফাগুনে বহে না মৃ্দু-মন্দ সমীরণ
বসন্তে দেখা দেয় কালবৈশাখীর উড়ো ঝড়।
শ্রাবণের অঝোর ধারার দিনে দেখা দেয়
ভাদ্রের তাল পাকা গরম
এখন আর চোখে পড়ে না শরতের শিশির
নাকে এসে লাগে না হেমন্তের নতুন ধানের মৌ মৌ গন্ধ
এখন গন্ধ পাই দুষিত বাতাসের।
সময় বড়ই বেরহম হয়
ভাটিয়ালি, জারি-সারি, ভাওয়াইয়া এখন আর গায় না কেউ
শোনে না কেউ কলের গান
এখন আর বিয়ের দিনে সানাই বাজে না, হয় না বিয়ের গীত
সন্ধ্যা বেলায় এখন আর পাড়ায় দাদাজানের আসর বসে না
রাজকুমার আসে না পঙ্খীরাজে চড়ে
ঘুমন্তপুরীর রাজকন্যারা এখন ঘুমিয়ে গেছে বলে।

0 মন্তব্যসমূহ