শরতে শিশির


কতোদিন হলো আস নাকো তুমি
এই বট বৃক্ষের তলে
ধর নাকো হাত, রাখ নাকো চোখে চোখ,
কুলকুল করে বয়ে যাওয়া নদীর তীরে
হাঁটো নাকো আমার হাতটি ধরে
শরৎ শিশিরে, স্নিগ্ধ সমীরণে এসে বস নাকো পাশে।
এখন আকাশের তারা গুনি নিশিতে একা
রাত জাগি নিশাচর পাখির মত;
নদী বয়ে যায় আজও বেলা-অবেলায়
স্নিগ্ধ সমীরণে আজও শরতে শিশির ঝরে
আর আমার ভালোবাসা
প্রতিক্ষার নোনা জলে যায় ভেসে।





0 মন্তব্যসমূহ