প্রহেলিকা ‍পৃথিবী

অবসন্ন পথিক চলিছে একা
মনের মাঝে তার অনেক প্রত্যাশা
যদি কিছু পাওয়া যায়।
বিভীষিকাময় পৃথিবীতে হায়
কেহ কাহারো নয়।
বিড়ম্বিত সে এই ধরণীতে
বৈরীর আঘাতে
বুঝেছে সে হায় বিষন্ন এ ধরায়
কেউ আপন নয়।
নিঃসাড় যেন জীবন
চাওয়ার কিছু নাই;
ক্ষুধাতুর মন হয়ে গেছে চৌচির
প্রহেলিকা মনে হয় সব কিছুতে
পায় না সুখের নীড়।

0 মন্তব্যসমূহ