শিরোনামহীন

কেন যে বাঁধার দেয়াল দিয়েছ সখি তোমার চারিপাশে
আমি যে পথিক ঘুরে ঘুরে মরি
ঠিকানা পাই না খুঁজে।
নিজেকে কেন লুকিয়ে রাখ অন্ধকার প্রকোষ্ঠে
বের হযে আসো ধরায় গো সখি
ধরা হোক আজ আলোকিত
তোমার ঐ বদন একবার দেখি
দেখেযে জীবন ধন্য করি ।
এ অধমের জীবন তোমারি নামে
দিয়েছি সঁপে বহুকাল আগে
কেন সখি মিছেমিছি খেল কানামাছি
এবার হৃদয়ের দুয়ার খোল
একটু ঢুকবো বলে।

0 মন্তব্যসমূহ