গুচ্ছ কবিতা

স্মৃতিগুলো অমলিন
……………………………..
যৌবন আসে যৌবন চলে যায়
বয়স বাড়ে মানুষ বুড়ো হয়
স্মৃতিগুলো চিরযৌবনা সবসময় রয়ে যায়।
মানুষগুলো
……………………
তারপর নদীর পানি অনেক দূর গড়িয়েছে
সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধ্যা হয়েছে
আলোক উজ্বল হাজার বছরের রাত পেরিয়ে গেছে
শুধু মানুষগুলো আগের চেয়েও আরও বেশী বধির হয়েছে।
প্রতীক্ষা
…………………………
চৈত্রের দুঃসহ দুপুরে অপেক্ষার ডালি নিয়ে কেউ কেউ
আজও বসে থাকে ব্যস্ত নাগরিক জীবনে
যেমন আমি বসে আছি প্রতীক্ষার পাহাড়ে।

0 মন্তব্যসমূহ