এইখানে বসো নন্দিনী (পর্ব-১৭)

নন্দিনী,
এইখানে বসো দুচোখ মেলে তাকাও
শীতল হাওয়ার চুম্বনে জুড়িয়ে দেব কপোল
মাঝে মাঝে বুকের কার্নিশ ছুঁয়ে আমায় নাড়া দিয়ে যেও।
এইখানে আরও কিছুকাল বসে থাকো বুকের ছাতি দেব মেলে
দেবতা, ব্রাহ্মন, শুদ্র, বৈশ্যের কোন তফাৎ নেই এখানে
বেপরোয়া বেদুঈনের মতো করে বুকে টেনে নিবো ।
নন্দিনী, কঙ্কাল-স্তূপ হতে বের হয়ে এখানে এসে বসো
চেনা স্পর্শসুখে অজস্র কবিতা লিখে দিবো প্রিয়ে
অনিশ্চিত স্রোতে নয় দুর্বার আনন্দে যাব ভেসে।
লজ্জায় লাল হয়ে যাওয়া কপালে কালো টিপ দেব এঁকে
অনুভূতির তর্জমা করে অনিন্দ্য নির্মাণে
বুকের শেষ প্রান্তে এসে নেবো বিশ্বাসের শ্বাস।
এইখানে বসো নন্দিনী
সুরার পাত্র সঙ্গে নিয়ে নশ্বর জাল ছিঁড়ে
দু’সাহসী হৃদয়স্পন্দন আজ সহসাই যাবে থেমে।

0 মন্তব্যসমূহ