ভালোবাসা বুঝবে কবে

দেখ তোমার বর্ণিল বুক জুড়ে উঠছে উম্মত্ত সমুদ্রের ঢেউ
চিরকাল সাঁতারে অপটু ছিল যে ছেলেটি সে এখন দিব্যি
পালতোলা নৌকার মতো ছুটে চলে অবিরাম।
সভ্যতার রমরমা ব্যবসায় ক্ষুধার্ত হই, আঁধারের গর্ভে বসে থৈ থৈ নাচি
অমিত বিশ্বাস নিয়ে নেমেছিল যে রাত বলগা হরিণের মতো
সেই রাত এখন কাঁপিয়ে বেড়ায় বোধের দেয়াল।
স্পর্শের সব উষ্ণতা অনবরত দোল খাচ্ছে যৌবনের কলপাড়ে
শরীরে শরীর ঠেকিয়ে উত্তেজনায় দাঁড়িয়ে যাচ্ছে সনাতন ভালোবাসা
সবকিছু বুঝ মেয়ে পুরুষের ভালোবাসা কেন বুঝ না।

0 মন্তব্যসমূহ