ছদ্দবেশী ভূত

ভুত ভুত ভুত
ভুতের কথা পড়লে মনে করে খুঁত খুঁত
ভূত নাকি আজও আছে এই দুনিয়ার মাঝে
শুনেছি ভূতের গল্প দাদা-নানার কাছে।
ভূত নাকি গাছে থাকে, থাকে নদীর ধারে
কিছু ভূত থাকে শ্বশানে নয়তো কুঁয়োর মাঝে,
এখন দু’চোখ মেলে দেখি আর কানপেতে শুনি
ভূত থাকে সমাজে কোর্ট-প্যান্ট পড়ে।
আদালতে থাকে তারা, থাকে থানাতে
টাকার কাছে এসব ভূত পোষা প্রাণীর মতই পোষ মানে,
কিছু ভূত থাকে বাসে, কিছু ভূত রাস্তায়
দিনকে তারা দিব্যি রাত বানাতে চায়।
আরও কিছু ভূত আছে এই সমাজের মাঝে
গলাবাজি করে তারা দেশের সম্পদ নিচ্ছে লুফে।

0 মন্তব্যসমূহ