নারী তুমি রহস্যময়ী

নারী
তুমি রহস্যময়ী, রহস্যে আবৃত জাল
কখনো তুমি মমতাময়ী, কখনো ছলনাময়ী
তোমার জন্যই ধ্বংস হয়েছিল ট্রয় নগরী।

নারী
তুমি রহস্যময়ী
কখনো তুমি দাও সুখের সন্ধান
আবার অশ্রু ঢালো দু’চোখে
তুমি কখনো আসো স্বর্গের অপ্সরী হয়ে
কখনো আসো দোযখের কালানল রূপে।

নারী
তুমি রহস্যময়ী, তুমি হও বহুরূপী
কখনো তুমি ভালোবাসা দিয়ে বহু মানুষকে করেছে ধন্য
কখনো তুমি ঘৃনা ছড়িয়ে দিয়ে পৃথিবীটাকে করে তুলেছ বিষাক্ত।

নারী
তুমি বিচিত্র মনের অধিকারীনি
তুমি করেছ কাউকে বাউল
বানিয়েছ কাউকে সন্যাসী
করেছ কাউকে কবি
কাউকে নিয়েছ পরপারে টানি।

নারী
তুমি ভালোবাসায় গড়া মোমের খনি
তোমার জন্য হয়েছে তাজমহল
গড়েছে শূন্যে উদ্যান
তুমি হয়েছ পুরুষের হৃদয়ের রাণী।

নারী
তুমি রহস্যময়ী
তুমি বিধাতার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ অপরূপী।

0 মন্তব্যসমূহ