সোনার বাংলা

সবুজের সমারোহ কোন দেশেতে আছে
কোথায় এমন চাঁদ ওঠেরে
নিখিল হাসি হেসে
কোথায় আছে শষ্য-শ্যামল
মায়া ভরা দেশ
ছয়টি ঋতুর আনাগোনা
কোন দেশেতে চলে
ঝমঝমিয়ে বরষা বারি
কোন দেশেতে পড়ে
কোন দেশেতে পাখিরা গায়
মধুর কণ্ঠে গান
কোন দেশেতে আছে বল
জোস্না ভরা রাত।
এসব আছে আমার দেশে
সোনার বাংলায় ভাই
ইচ্ছে হলে দেখতে যেও
সেথায় হিংসা-দ্বেষ নাই।

0 মন্তব্যসমূহ