উপদেশ

খুকুমণি খুকুমণি
মন দিয়ে শোন বলি
কিছু কথা, কিছু বাণী,
পড়ার সময় পড়বে তুমি
খেলার সময় খেলবে
জীবনটাকে সুখী করে
তবেই গড়তে পারবে।
বড়দের সম্মান করবে তুমি
তাদের আদেশ মানবে
ছোটদের আদর করে
বুকে টেনে নিবে।
চির দুখী আছে যারা
তাদের দিবে না দূরে ঠেলে
সমব্যাথি হয়ে তাদের
নিবে কাছে টেনে।
ভবিষ্যতের সঞ্চয় তুমি
এখন থেকেই করবে
মনের ভিতর সুপ্ত জ্ঞান
ফুটিয়ে তুলতে হবে।

0 মন্তব্যসমূহ