আলোচনা





টক অব দ্যা টাউনে এখন একটি শব্দই ঘোরে
আলোচনার রব উঠেছে কয়েক মাস জুড়ে
হচ্ছি করেও হচ্ছে না যে আলোচনা দু’দলে
দেশের মানুষ শঙ্কায় থাকে
কখন যে কার জীবন যাবে।
আলোচনা হতে পারে পথে-ঘাটে, রাস্তায়
হতে পারে আলোচনা সংসদের আস্থায়
আস্থা যে ভাই বিশাল ব্যাপার নেতারা থাকে শংঙ্কায়
এই বুঝি ক্ষমতা হাত ছাড়া হয়ে যায়।
আলোচনার নাম নিয়ে ভিনদেশীরা নাক গলায়
সমঝোতায় চললে আজ খুশি হতো দেশ মাতায়
আলোচনায় সমাধান হবে না তো কোন কালো
যদি বলি বিচার মানি তাল গাছটি আমার রবে।
দু’দলে আলোচনা চায় দেশের জনগন
জনগনের চাওয়া-পাওয়ার মূল্য তারা দিয়েছে কখন
ক্ষমতায় যাওয়াই যখন প্রধান তাদের লক্ষ্য
আলোচনার দ্বারটি না হয় থাক না এবার রুদ্ধ।
জনগনের আশাই মিছে, যাক না দেশটা অন্ধকারে
ক্ষমতার খুশিতে তারা বগল বাজায় দু’হাতে
আলোচনা, আলোচনা করেও কোন লাভ হবে না
বিড়ালের গলায় ঘন্টিটা বাঁধবে কে ভাই তা বল না।

0 মন্তব্যসমূহ