আত্মার কান্না

বিচারের বাণী এখন নিভৃতে কাঁদে
কাঁদে বিশ্বজিতের আত্মা
মায়ের কোলে শিশু রাব্বি কাঁদে
বিচারের আশায় কেঁদে ফেরে
সাগর-রুনির আত্মা।
শ্রমিক নেতা আমিনুল কাঁদে
সীমান্তে কাঁদে ফেলানী
কবে যাবে এই বাংলার
নতজানু পররাষ্ট্র নীতি।
চৌধুরী আলম কাঁদে
কাঁদে ইলিয়াস আলী
এই স্বাধীন বাংলায় কবে পাব
আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি।
ফেব্রুয়ারীর তের’র ঘটনায় কাঁদে
শ’মানুষের আত্মা
রাজনীতির নির্মম বলি কেন আজ তারা।
কাঁদে বাংলা, কাঁদে বিশ্ববিবেক
আজ ডুকরে কেঁদে ওঠে মানবতা
কবে বন্ধ হবে এই নিষ্ঠুরতম খেলা।
ক্ষমতার মোহে আজ অন্ধ যারা
জনগণের কথা আজ ভাবছে কতটুকু তারা।
ক্ষমতায় যাওয়ার সিঁড়িটাই যখন হয়েছে লক্ষ্য
জনগণ! দূর ছাই;
সে আবার কোন পক্ষ।

0 মন্তব্যসমূহ