ভালোবাসার কবিতা

কাজ নেই কি করি
বসে বসে ভাবি
কি ভাবে ভুল পথে
ভুল করে জীবন যাচ্ছে চলি।

হেসে হেসে ঠিকই তো 
বলেছিলে কথা
আগে বুঝিনি আমি
তোমার ঐ অন্তর বিষে মাখা।

ছলনার জালে
বাঁধা পড়িনি আগে
তুমিই বুঝিয়ে দিলে
ভালোবাসা কারে বলে।

তোমার রূপের নেশায় পড়ে
পথ চলেছি ভুল করে
জীবন পথের কাঁটাগুলো
হানছে ভীষণ বুকে।

শুধু আমি নই
তুমিও সমান দায়ী
তবে ভুলের মাশুল
শুধু দিচ্ছি আমি।

হাটি হাটি পা পা করে
অনেক বড় হচ্ছি
চলার পথের ভুলগুলো
ধরতে এখন পারছি।

0 মন্তব্যসমূহ