ভালোবাসার কবিতা

তখন না হয় বেকার ছিলাম
এখন করি কর্ম
তবে কেন রাজী হবি না
এ কেমন তোর ধর্ম?

যা চাবি তাই পাবি
করবো না কিছুতেই মানা
শুধু আমার দাবী
তুই কথা দিবি
করবি না আর না না।

বাড়ি, গাড়ী সব হয়েছে
এখন সুখের ছড়াছড়ি
তবুও কেন তোরই অভাব
নিত্য অনুভব করি।

তুই কাছে এলে আরও ভাল হবে
সুখের আবেশে ভাসবো জলে
পদ্ম পাতার মত করে
হাতে হাতটি ধরে।

এমন সুখের দিনে
খুশির খবর শুনে
গোমড়া মুখে না থেকে আজ
কথা বল মিষ্টি সুরে।

আজ না ‍বুঝলেও বুঝবি একদিন
যদি না হোস রাজি
সেদিন কেঁদে বুক ভাসালেও
আমার দেখা না পাবি।

0 মন্তব্যসমূহ