কষ্টের উপাখ্যান

বিপরীত সুখে শ্যাওলার মত ভেসে গ্যাছে আমার সমস্ত ভালোবাসা
ব্যাথার বেদনায় ভেঁজা কষ্টরা আজ নষ্ট হয়ে নৈমিত্তিক জীবন ভুলে
স্রোতের মতন চলে গ্যাছে মহাকালের গর্ভে।

এ ভালোবাসা যেন তোমার শরতের বুকে কষ্ট রেখে উড়ে যাওয়া ধূসর মেঘ
কষ্টের কোষগুলো তাই বিষের মতই নীল হয় তবুও মৃত্যু হয়না আমার,
আমার আকাশে জ্বলে থাকা অভিমানী তারারা ডুবে গিয়েছে ভোরের আগেই
পোড়া চোখে এখন ঘুম নেই বলে ক্ষুধার্ত দুঃস্বপ্ন চেটে খায় এ্যালবামে রাখা স্মৃতি।

সদ্য বেড়ে ওঠা চারার মতোই আমার কবিতার বুকের ভিতর বাড়ে কষ্টের নীল রেখা
হৃদয়স্পন্দনের চক্রে পিষ্ট হয়ে খসে পড়া তারার বুক ফাটা ক্রন্দনে কাপালিকের চোখেও অশ্রু ঝরে।

মেয়ে এতো কষ্ট তুমি ক্যামনে পার দিতে ?

0 মন্তব্যসমূহ