তুই কি আমার বন্ধু হবি

তুই কি আমার সঙ্গি হবি
আঁধার রাতে প্রদীপ হাতে
তুই কি আমার পাশে রবি
দুঃখগুলো শুষে নিতে।

তুই কি আমার বন্ধু হবি
চিরজীবন থাকতে পাশে
তুই কি আমার মেঘ হবি
মাথার উপর ছায়া দিতে।

তুই কি আমার চাঁদ হবি
আঁধার রাতে চলার পথে
তুই কি একটা পাখি হবি
নিশি রাতে গান শুনাতে।

তুই কি আমার কালি হবি
ফুরিয়ে যাওয়া কলমের
তুই কি আমার ছন্দ হবি
হারিয়ে যাওয়া কবিতার।

তুই কি আমায় বর্ষা হবি
ভিজিয়ে দিতে কষ্টগুলো
নরম হাতের ছোঁয়া হবি
হৃদয় আমার ছুঁয়ে দিতে।

(প্রিয় লেখক আনিসুল হকের ‘তুই কি আমার দুঃখ হবি” কবিতার ছায়া অবলম্বনে)।

0 মন্তব্যসমূহ