আমায় ভালোবাসতে দাও

আমায় ভালোবাসতে দাও
দেখতে দাও তোমার মনের প্রতিটি ভাঁজে ভাঁজে রাখা হ্রদের স্বচ্ছ পানির মতই 
ভালোবাসার উচ্ছাসে তোলা বুকের ছোট ছোট ঢেউ।

বিসুরো বেহালার ছন্দময় সঙ্গীতে অন্তর্চোখে দেখতে দাও যৌবনের ঈশারা
শরীরের ভাঁজে ভাঁজে কবিতার উপমা খুঁজতে গিয়ে নক্ষত্র পতনের মতই পতিত হই
স্নিগ্ধতায় উম্মত্তের মত গলায় বুকে ঠোঁটের স্পর্শ দিয়ে বেঁচে থাকার মানে খুঁজি।

আমায় ভালোবাসতে দাও
কেননা রমণীর ভালোবাসা না পাওয়ার চিহ্ন বুকে নিয়ে থাকাটা কোঁচবিদ্ধ ছটফটে
মাছের মতই নিদারুণ কষ্ট নিয়ে না মরেও বেঁচে থাকা।

তোমার বিষাক্ত অধরে আর একবার চুম্বনে পরখ করে দেখতে দাও ভালোবাসার বিষম জ্বালা
স্বপ্নে দেখা রঙিন ফানুসগুলো এবার ছুঁয়ে দেখতে দাও
গন্তব্যের সঠিক পথ ভুলে সাষ্টাঙ্গে প্রণাম করি তোমায়, আমার ভালোবাসার পূর্ণতার আশায়।

আমায় ভালোবাসতে দাও
অনুভবের উপলব্ধিতে অঙ্কুরে গেঁথে দাও ভালোবাসার অস্তিত্ব।

0 মন্তব্যসমূহ