যে প্রশ্নের উত্তর জানা নেই

নীতির চিবুক বেয়ে ঝরে পরে সততা নামক অহমের চোখের পানি
জীবনের রোদ্দুর আলুথালু পায়ে এগিয়ে আসে অন্ধকারের দিকে
নৈতিকতার দীর্ঘ ইতিহাসে সমস্ত মৌন্যতা আজ আঘাত হানে।
নরকাগ্নির অপ্রকৃতস্থ অবস্থা থেকে মুক্তি পাওয়ার আশায় যে করজোড়ে প্রার্থনা করতো
সেই মানব আজ সত্যের রক্ত চুষে ফুলে-ফেঁপে উঠছে জোঁকের মত
তারপরেও অবিশ্বাসের ঢেকুর তুলে তার পায়ে সেলাম ঠুকি, খুশিতে বগল বাজাই।

আমরা যেন আবারও ভ্রুন থেকে ধীরে ধীরে ছোট বাচ্চা হয়ে উঠি
হে মানব কবে তুমি মানুষ হবে?

0 মন্তব্যসমূহ