অপেক্ষা

নিঝুম রাতে তারকা রাশির সমারোহ ঠাট্টায় মেতে ওঠে মায়ের সাথে
বলে, ধূর বুড়ি কি হবে আর প্রতিক্ষায় থেকে
বিয়াল্লিশ বছর আগের কথা মানুষ কবেই ভুলে গেছে।

মা হাসে, মায়ের হাসির ঝিলিক দেখে ভয়ে আত্মা উড়ে তারকা রাশির
আর্তচিৎকার দিয়ে অন্ধকারের বুক ছিঁড়ে কৃষ্ণগহ্বরে ঢুকে পড়ে তারা।

আজও একাকীত্বের নির্ঘুম প্রহরে রণসঙ্গীতের সুর বাজে কানে
একাত্তরের ভয়াল, নির্মম বর্বরতার স্মৃতিগুলো রোমন্থন করে আজও তিনি প্রতিক্ষায় থাকেন
একটা ফাঁসির আশায়, সারা বাংলায় হাসির উল্লাস দেখার আশায়
অতীত অপমানের ঝাল মেটাবেন বলে তিনি আজও বেঁচে আছেন।

বিয়াল্লিশ বছর ধরে জেগে থাকা মা আমার আজ বড্ড ক্লান্ত
শহীদদের রক্ত রঞ্জিত মাটিতে খুনিদের দৃপ্ত পদচারণা দেখে দুচোখ ভিজে ওঠে
তারপরেও মা আমার অপেক্ষার প্রহর গুনে নির্ঘুম রাত কাটায় 
হায়েনাদের উল্লাস একদিন থেমে যাবে বলে।

0 মন্তব্যসমূহ