প্রতিবিম্বের মাঝে দেখি তোমার মুখ

দেয়াশলাইয়ের কাঠির মত দপ্‌ করে জ্বলে উঠে আবার নিভে গ্যাছে তোমার প্রেম
হৃদয়ের ছোট্ট বাক্সে তোমার জায়গা হয়নি বলে উড়ে চলে গেছ নীল দিগন্তে
অথচ তোমার এমন নরম হাতের আঙুলেই খুঁজেছি দেয়াশলাইয়ের কাঠি 
বারুদ ঝাঁঝে মজে থাকা রুগ্ন রাতে চেতনার অগ্নি স্ফুলিঙ্গে আবিষ্ট হবো বলে।

এক নক্ষত্রের নিচে বাস করেও আমি বুঝতে পারিনি প্রণয়ের ঝড়ে তপ্ত রোদ্দুরও 
কিভাবে ঘুমোট নির্জনতার ‍উপর অস্পষ্টতার মেঘ ছায়া ফেলে
রুক্ষ ক্যাকটাসের মতই তোমার তীক্ষ্ণ ইশারায় যেন ভেসে ওঠে ছলনার প্রতিবিম্ব
তারপরেও এমন দীঘল বসন্তে তোমায় দেখার আশায় আয়নার সামনে দাঁড়াই। ।

আর এখন, পোড়া রোদের উত্তাপে ঘর্মাক্ত কিশোর মনের পর্দায় দেখার চেষ্টা করে
প্রচন্ড দুপুরে পুকুরের মাঝে জোসনা প্রণয়।

0 মন্তব্যসমূহ