কবিতার পাতায় স্বস্তির নিঃশ্বাস

তখনও মহুয়ার বনে জেগেছিল চাঁদ
বন্ধ্যা নদীর বুক জুড়ে উঠেছিল দীর্ঘশ্বাস
বাঁশের পাতায় ঝিমিয়ে পড়েছিল ঝিঁঝিঁ পোকার দল
ঝরে পড়া পাপড়ির সুরে বেজে উঠেছিল নিঃসঙ্গ ঐক্যতান
বিষন্ন আলো জ্বেলে কষ্টের আরাধনায় মেতেছিল নিস্তব্ধ রাত।
অতীতের সিঁড়ি বেয়ে বিষণ্ণতার প্রাসাদে ধীরে ধীরে গড়ে উঠেছিল কষ্টের পিরামিডকবির দু’চোখে সেদিন রজনী নামেনি জ্যোৎস্নার আলো মেখে
মাটির সোঁদাগন্ধ এসে দোলা দিয়ে যায়নি কবির আনমনা হৃদয়।

মহুয়ার বনে মাতাল হাওয়ায় নুয়ে পড়া চাঁদের আলোয় কবি এখন ধূসর জীবেন ছবি দেখে
সব শব্দমালা পিছনে ফেলে আশ্বাস খোঁজে কবিতার পাতা জুড়ে।

0 মন্তব্যসমূহ