ফাগুন তুমি এলে আমরা বাঙালী হয়ে যাই

ফাগুন তুমি এলেই 
নতুন সাজে মহাব্যস্ত হয়ে পড়ে বাংলা একাডেমী 
তুমি এলেই নিষ্প্রাণ হয়ে থাকা বইগুলো ভাষা খুঁজে পায়
পাঠকের কোমল হৃদয়ে খুঁজে ভালোবাসার ওম।
ফাগুন তুমি এলেই
পলাশ-শিমুলের মুখে ফোটে হাসি
হলদে রাঙা শাড়ির মায়ায় নোনা জলের নাচন দেখি প্রিয়ার চোখে-মুখে
তরুণীর খোঁপায় লজ্জায় লাল হওয়া গোলাপের পাঁপড়ী দেখি
বাসন্তী রঙের আগুন দেখি কৃষ্ণচুড়ার ডালে।

তুমি এলেই সময় যেন থমকে যায়
নগ্ন পায়ে শহীদ মিনারের দিকে হাঁটি 
আমের মুকুলের নির্ভেজাল মিষ্টি ঘ্রাণে মুগ্ধ হয়ে পড়ি।
ফাগুন তুমি এলেই 
হৃদয় পটে শহীদের স্মৃতি ভাসে
বাংলাভাষা নিয়ে জাগরণ সৃষ্টি হয় দেশে।

ফাগুন তুমি ফিরে গেলেই
আমরাও নিজস্বতা হারিয়ে পরকে ঠাকুর মানি।

0 মন্তব্যসমূহ