নন্দিনী, আর কতোদিন খেলবে সাপ-লুডু খেলা (পর্ব-১৮)

নন্দিনী
ডাগর চোখের চাহনীতে আমার বাউন্ডুলে মন নিয়েছিস তুই কেড়ে
আগে তো জানিনে প্রয়োজন ফুরালে দিবি আমায় ফেলে,
আমি তো বার বার আসি ফিরে পুরান প্রেমের টানে
কথা যে দিয়েছি হুতোম পেঁচার মতো রাত্রি জেগে পাহারা দেবো তোকে।
তুই দৃষ্টিসীমার বাইরে গেলেই আমার অস্তিত্ব ধরে কে যেন দেয় নাড়া
সময়ের উঠোন বেয়ে কোথা যেন চলে যায় সুখ নামের পরগাছা।
আগের মতোই আমার অতীত আমার সাথে করছে দিনযাপন
দোয়া করিস, উলঙ্গ স্বপ্নগুলো যেন আরও দীর্ঘজীবি হয়ে বেঁচে থাকে হৃদয় মাঝে।
নন্দিনী, এভাবে আরও কতোদিন আমায় পুড়িয়ে মারবি তুই
উভচর প্রাণীর মতো আর কতোদিন খেলবি সাপ-লুডু খেলা।

0 মন্তব্যসমূহ