যে ভাবে কবিতার জন্ম হয়

(১)
আনাড়ি কবির কীবোর্ডের চাপে মাজা ভেঙ্গেছে কবিতার
কলমের খোঁচায় শব্দরা অকালে ভূমিষ্ঠ করে সন্তান।
অবশেষে বাবা হওয়ার স্বাদ নিয়ে হাসি মুখে আঁতুড় ঘর থেকে বের হয়ে এলেন কবি।
(২)
মায়ের দুধের নোনতা স্বাদ ভুলেই গিয়েছিলাম
কবিতা, তুমি জন্ম নিয়েই মনে করে দিলে আবার।
(৩)
সন্ন্যাসীও এবার মুখ লুকিয়ে ফেলে লজ্জায় আড়ষ্ট কুমারী জননীর মতো করে
কবির কাব্যাকাশে উজ্জ্বল নক্ষত্র দেখে মাথা নুইয়ে বার বার সেলাম ঠুকে।
(৪)
কবিতার উত্পাতে ব্যক্তিগত জীবন এখন দুর্বিষহ লাগে
এর কোন কেন্দ্র নাই, আদি বা অন্ত নেই, ঘাত-প্রতিঘাত নেই
প্রতিটি পঙতির সাথে মিত্রতা দিয়েছি জুড়ে।
(৫)
কবিতার জন্ম আকস্মিক হলে সে তার যৌবন হারায়
যেমন করে যৌবন হারিয়ে গালে হাত দিয়ে বসে থাকে ষাটোর্ধ্ব বুড়ি
এটা মিথ্যা ব্যঞ্জনা নয় সত্যের অমোঘ রীতি।

0 মন্তব্যসমূহ