সন্ন্যাসী হবো

পোশাকি আবরণ খুলে আবারও নগ্ন হবো
ফিরে যাব আদিম সত্ত্বায়।
নগরের আশ্রয় হারানো ডানা ভাঙ্গা পাখির সাথে মিতালী করে
স্নিগ্ধ অন্ধকারে খুঁজে নেবো পরিযায়ী সুখ।
সিম্পোজিয়াম, সেমিনার, মানববন্ধন অনেক হয়েছে
অথচ তোমাদের ইঁদুর-বিড়াল খেলা আজও বন্ধ হয়নি।
নাতিশীতোষ্ণ আবহাওয়া, নদী বিধৌত উর্বর ভূমি, কর্মঠ মানুষ
সবকিছুকেই এখন নিজেদের সাফল্য বলে প্রচার করো
অথচ দেশের মানুষ গুম হলে, বিনা বিচারে মারা গেলে
অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে নিজে সাধু সেজে বসে থাকো।
এভাবে নষ্ট ভারসাম্যের উপর কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়
তাই ভাবছি নিজেই সন্ন্যাসী হবো।
নষ্ট আবহাওয়ায় বেঁচে থাকার চেয়ে এটাই ভাল।

0 মন্তব্যসমূহ