আমি যেমন আছি

তোমার পাললিক প্রেম বর্ষার জলে ধুয়ে দেব বলে আকাশের সাথে কাঁদতে বসেছি বসেছি
অদ্ভুত জলজ ছায়ায় দেখছি বিষন্ন মনের বিমূর্ত ছবি।
ছলনার চাদরে জড়িয়ে দক্ষ অভিনেত্রীর মতই শুধু অভিনয় করে গেছো জীবনে
আর আমি বোকা দর্শক হয়ে হাততালি দিয়েছি, চোখে অশ্রু ঝরিয়েছি তোমার মিথ্যে অভিনয়ে।

তোমার দেয়া আনন্দমাখা কষ্টের পদচিহ্নগুলো কুড়ে কুড়ে খাচ্ছে আমায় 
তাই ভালো থাকার যত উপাদান বাষ্পীভূত করে উড়িয়ে দিব বলে মেঘের সঙ্গে পত্রমিতালি করি
বুকের ভেতরের ফুসফুস যেন আজ ভেঙ্গে পড়ছে ঝরা হলুদ পাতার মত
অথচ তুমিই একদিন প্রশস্ত আকাশের নীচে দাঁড়িয়ে বলেছিলে আমার মনের ডিঙ্গি নৌকায় চড়ে ভাসবে আপন মনে।

অস্বচ্ছ দ্বিধায় পড়ে যাওয়ার পরেও জীবনের খেই হারিয়ে হয়তো সেদিন আমিও বলেছি ভালোবাসি
দেখ কত বড় বোকা ছেলে আমি বুঝতেই পারিনি তোমার হিসাব,
বিশ্বাসের ভীত নড়ে গেছে বলে অনেকদিন হল বুকের জমিনে কোন আলো এসে কড়া নাড়েনি
অন্ধকারের রংয়ে আঁকা বদ্ধ ঘরে তাই অশ্রু জমা রাখি।

0 মন্তব্যসমূহ