বিপরীত সুখ

কাগজের অপর পৃষ্ঠায় নাকি সমস্ত সুখের ছবি আঁকা আছে
পিঠাপিঠি জড়িয়ে আছে পরস্পর নিবিড় আলিঙ্গনে
আমি পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাতে থাকি বিচিত্র রংয়ে আঁকা সুখ দেখার আশায়
সাদা-কালো ধূসর রংয়ের কষ্টের হাহাকার ছাড়া চোখে পড়ে না কিছুই।

একটি একটি করে সমস্ত পৃষ্ঠায় খুঁজতে থাকি জল রংয়ে আঁকা সুখ
সমস্ত ইন্দ্রিয় তীক্ষ্ম হয়ে ওঠে, এই বুঝি পাব এবার সুখের দেখা,
কিন্তু ভুল ভাঙ্গতে খুব বেশি দেরি হয় না আমার যখন দেখি......
পরিচ্ছন্ন সাদা কাগজের ভাঁজে ভাঁজে ফুটে ওঠে নিদারুণ কষ্টের নীল দাগ।

আগুনে পোড়া ছাই ভস্মের স্তরে সুখগুলো যেন বাতাসের স্পর্শে মিলিয়ে যেতে থাকে
ধীরে.......... ধীরে...................।

0 মন্তব্যসমূহ