ভালোবাসার ব্যবচ্ছেদ

হৃদয়ের গহীন কোণে এখন আর ভালোবাসা লুকিয়ে রাখি না
বুক পকেটে করে নিয়ে ঘুরি রাস্তায়
ফেরী করে বিলি করি বিনে পয়সায়।
ভালোবাসা দেই পথশিশুকে যে খাবার খোঁজে ডাস্টবিনে
ভালোবাসা দেই গৃহহীন কে যে থাকে পথের মাঝে
পথহারা পথিককে দেই পথের ঠিকানা
স্বপন দেখাই তারে কি করে সুখে থাকা যাবে।
কষ্টে লালিত জীবন যাদের
সুখ বিনে কারে মরে
দু’বেলা দু’মুঠো পায় না ভাত
পাথর চেপে ধরে পেটে
আমার ভালোবাসাগুলো উজাড় করে দেই তারে।

0 মন্তব্যসমূহ