শিরোনামহীন কষ্ট

বেদনার নীল টীকা আমি একেঁ দেব
আজ তোমার ললাটে
তবে তুমি বুঝবে দুঃখ কাকে বলে,
বুঝতে চাওনি তুমি আমায়
আমার হৃদয়ের অনবরত রক্তক্ষরণ
তোমার অনুভূতিকে নাড়া দেয়নি।
আকাশের কালো মেঘের বর্ষন
তোমার মাথায় ঢেলে দেব আজ
তবে তুমি বুঝবে কষ্ট কাকে বলে
ঘোর অমানিশায় গাঁ ছমছম রাতে
নিশাচর পাখির গান শোনাব তোমায়
তবে তুমি বুঝবে প্রিয়জনকে হারিয়ে
কত কষ্ট বুকে নিয়ে পৃথিবীতে বেঁচে থাকতে হয়।

0 মন্তব্যসমূহ