জ্বলে-পুড়ে খাঁটি সোনা হই

আমি পুড়ি, অন্তর দহনে পুড়ি
ভিতরের যতো অবিশ্বাস আর শঠতা
জ্বলে-পুড়ে করি ছারখার,
আমি দিনে-রাতে পুড়ে পুড়ে হই খাঁটিসোনা
যতোই সবাই দিক কুমন্ত্রণা।
আমি দুঃখীর সাথে ঘুরি
সৎ পথে চলি
বিপথকে করি ঘৃণা,
আমি সদা সত্য বলি
মিথ্যার ধার ধারিনা।
যাহা সত্য তাহা নির্ভয়ে বলি
বিনয়ের সাথে পথ চলি
শত্রু হলেও তাকে বুকে টেনে নিই
শঠতা কে করি ঘৃণা।

0 মন্তব্যসমূহ