এমন দেশ কি চেয়েছিল তারা

ওরে বাংলা, স্বদেশ আমার
তুই চেয়ে দেখ
দেখ আমার যুদ্ধাহত বাবার দিকে
যে হাতে তার শোভা পেত প্রতিবাদী অস্ত্র
আজ সে হাতে ভিক্ষার ঝুলি
পাঠানের মতো ছিল যে দেহ
সে দেহ আজ হয়ে গেছে জীর্ণ-শীর্ণ।

ওরেবাংলা
চেয়ে দেখ আমার মায়ের দিকে
যে মায়ের চোখে অশ্রু ঝরেনি একাত্তুরে
যে কপালে চুমু দিয়ে পাঠিয়ে ছিল আমায় যুদ্ধে
সে মা আজ শুধুই কাঁদে তোর বুকে সন্ত্রাস, হত্যা দেখে।

ওরেবাংলা
চেয়ে দেখ আমার বোনের দিকে
যে বোনের ওপর পড়ে ছিল শকুনিদের রক্তাক্ত চোখ
খুবলে খেয়েছে আমার বোনের দেহ
সে বোন আজ নির্বিকার, বোবা বধির
তোর পতাকায় যখন দেখছে শকুনির কালোছায়া।

0 মন্তব্যসমূহ