শূন্যের ভিতর বসবাস

আমার শূন্য বুকের ভিতর থেকে উঠে আসে দীর্ঘশ্বাস
অজানা এক ব্যথায় চিনচিন করে ওঠে ডানপাশ
মাটিচাপা দিয়ে রাখা যাতনাগুলো যেন উঠে আসে নাভিমূল থেকে
আমার দু’চোখে এখন রঙিন স্বপ্নের ফানুস ওড়ে না
সাজানো স্বপ্নের বদলে এখন দু’চোখে দেখি ভালোবাসা সর্ষেফুল।
কষ্টেরা এখন আসে দল বেঁধে সাজানো বাগান নষ্ট করতে
হৈ-হুল্লোড় করে বেড়ায় তারা আমার শূন্য বুকের ভিতরে
জমে থাকা কষ্টের নীল বিষ ছড়িয়ে পড়ে সারা দেহে,
আর আমি চাতক পাখির মতো চেয়ে থাকি
ঘন কালো আকাশের দিকে কয়েক
ফোটা ভালোবাসার বৃষ্টির আশায়
শূন্য এ হৃদয়টা একটু ভিজাবো বলে।

0 মন্তব্যসমূহ